কভিড-19 বা করোনাভাইরাসের লক্ষণ সমূহঃ
করোনভাইরাস কি?
করোনাভাইরাস হচ্ছে যতগুলো আছে সেইসব ভাইরাসগুলির একটি বৃহত পরিবার যা প্রাণী বা মানুষের মধ্যে অসুস্থতার কারণ হতে পারে। বেশ কয়েকটি করোনভাইরাস মানুষের মধ্যে সাধারণ সর্দি থেকে শ্বাসকষ্টের সংক্রমণ ঘটায় বলে । যা Middle East Respiratory Syndrome (MERS) ও Severe Acute Respiratory Syndrome (SARS) ভাইরাস বলে পরিচিত।
অতি সম্প্রীতি COVID-19 নামে আরেকটি করোনাভাইরাস আবিষ্কার হয়েছে যা বর্তমানে সারাবিশ্বে মহামারীর আকার ধারণ করেছে । এই নতুন ভাইরাসটি চীনের উহান রাজ্য থেকে ডিসেম্বর 2019 সালে বিস্তার লাভ করে বর্তমানে বিশ্বের প্রায় সব কটি দেশে মহামারী আকার ধারণ করেছে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে ।
কভিড-19 বা করোনাভাইরাসের লক্ষণ সমূহঃ
কভিড-19 বা করোনাভাইরাসে মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে । অধিকাংশ আক্রান্ত মানুষ প্রাথমিক ও মাঝারি অবস্থায় হাসপাতালে ভর্তি না হয়েও সুস্থ হয়ে যাচ্ছেন ।
অধিকাংশ মানুষের সাধারণ লক্ষণ:
জ্বর,
শুষ্ক কাশি
ক্লান্তিভাব
কম সাধারণ লক্ষণ:
ব্যথা এবং ব্যথা
গলা ব্যথা
ডায়রিয়া
মাথা ব্যাথা
খাবারে স্বাদ বা গন্ধ না পাওয়া
ত্বকে একটি ফুসকুড়ি, বা আঙ্গুলের বা পায়ের আঙ্গুলের বিবর্ণতা
গুরুতর লক্ষণ:
শ্বাস নিতে বা শ্বাসকষ্ট হওয়া
বুকে ব্যথা বা চাপ অনুভব করা
কথা বলতে না পারা
চলাচল করতে না পারা
আপনার যদি গুরুতর লক্ষণসমূহ দেখা দেয় তবে অবিলম্বে চিকিত্সকের পরার্মশ নেবেন সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন ।
নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভীড়ে নয় নীড়ে থাকুন
64 total views, 1 views today
Pingback: কোয়ারেন্টিনে শিশুদের মানসিক সুস্থতা - Dreamwave